বৃক্ষ
- এস.এম. আরিফ

আমি দাঁড়িয়ে হাজার বছর ধরে
হিম-শীতল কোন অন্ধকার
চূড়ার ঘন কোন গভীর অরণ্যে!
.
আমার পদ যুগল ভূমি ভেদ করে
পৌঁছে গেছে ঈশ্বরের করুণাময়ী
কোন বিস্তৃত রহস্যময়ী পাণিতে!
.
আগাছাগুলো বেয়ে উঠছে,
ওরা বড় একগুয়ে,থামতে চায় না!
আমার নগ্ন উরু,বুক, গলায়
বজ্র আটুনি দিয়ে দিচ্ছে!
.
আমি বড় ক্লান্ত আজ এখানে,
সূর্য দেখার প্রবল ইচ্ছে জেগেছে ,
ইচ্ছে হয় সমুদ্রের লোনা জলে পা ভিজাতে,
শিলাগুলো আর সহ্য হয় না!
.
শ্বাসরুদ্ধ আমি, চলে যাচ্ছি বলে
আমার তিক্ত ব্যাথা বুকে নিয়ে যাব,
আর দিয়ে যাচ্ছি শতাব্দির পর শতাব্দির
কুড়ানো কিছু অমূল্য রত্ন !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।