চল্
- এস.এম. আরিফ
চল হারিয়ে যাব?
কোথায়?
কেন?
যেখানে নিস্তব্দতাই স্বাভাবিক,
যেখানে ভ্রমর ফুল ছোয় না,
যেখানে ভালবাসার নামে
কেউ কাউকে নষ্ট করে না!
.
চল ঐপারে!
যেখানে নোংরা কাশবনে ঢেকে গেছে,
কোন কিছুই দুবলাগুলোকে আটকে রাখেনি,
কারও হাতের ছায়া পরেনা কোথাও,
যেখানে ভালবাসা জম্ম নেয়নি,
কেঁদে উঠেনা কোন বালিকা!
.
চল ...
কোথায়?
যেখানে কোন প্রশ্ন নেই ,
উত্তর আর নিরুত্ততার মাঝামাঝি !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।