মধ্যরাত
- আবরার আকিব
.
মধ্যরাত,
অশরীরি আত্মারা জেগে উঠেছে,
ফাঁসির দন্ডপ্রাপ্ত নির্দোষ আসামী অন্ধকার থেকে উঠে আসছে!
ম্যানহোলের এক বস্তা থেকে ধর্ষিতা এক মেয়ে উঠে আসছে!
কামনার জ্বালায় মিথ্যা সম্পর্কে জন্ম নেয়া জারজ মৃত শিশু উঠে আসছে!
জীবাত্মারা গভীর ঘুমে অচেতন,
শুধু জেগে আছে কবিরা,
কবিরা শুনতে পাচ্ছে পরমাত্মা দের আর্তনাদ
কালো বর্ণের শৃঙ্খলে তা তারা আবদ্ধ করতেছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।