বান্ধবী
- ফাইয়াজ ইসলাম ফাহিম
বান্ধবী তোর রুপের ছটা
দেখলাম আমি আজ!
তোরে দেখে মাথায় আমার
পড়ল বিদ্যুৎ -বাজ?
বান্ধবী তোর এ্যাত্ত সুন্দর কায়া
কোথায় রেখেছিলি লুকে!
তোরে দেখে রা আসে না
আমার এই না মুখে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।