শ্মশানে কাঁদে ভালবাসা (গীতি কবিতা)
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা ১৯-০৪-২০২৪

শ্মশানে কাঁদে ভালবাসা (গীতি কবিতা)
লক্ষ্মণ ভাণ্ডারী



জীবন পথের পথিক রে .....
তুই মিছেই করিস আশা,
জীবন নদীর ঝড় তুফানে
শ্মশানে কাঁদে ভালবাসা।

সাধ করে হায় বালুচরে
বাঁধলি রে তুই ঘর,
দুঃখের আগুনে পুড়ে গেল
তোর সুখের বাড়িঘর।


টাকা পয়সা জমি বাড়ি
সবই সুখের সর্বনাশা,
জীবন নদীর ঝড় তুফানে
শ্মশানে কাঁদে ভালবাসা।


এসির হাওয়া চাস খেতে
তুই মাথায় বালিশ রেখে,
প্রাণপাখি তোর উড়ে যাবে
একদিন দেহখাঁচা থেকে।


বন্ধ হবে হৃদয়স্পন্দন
ফুটবে না মুখে ভাষা,
জীবন নদীর ঝড় তুফানে
শ্মশানে কাঁদে ভালবাসা।


লক্ষ্মণ বলে শোন রে মানুষ
শোন রে মানুষ ভাই,
এই দেহ তোর শ্মশানচিতায়
জ্বলে পুড়ে হবে ছাই।


দুদিনের তরে ভবের হাটে
তোর খেলতে শুধু আসা,
জীবন নদীর ঝড় তুফানে
শ্মশানে কাঁদে ভালবাসা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।