মাকাল ফল
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তুই হলি মাকাল ফল
আছে শুধু তোর রুপ,
তোর ভিতরে কিছু নেই
তাই তোর প্রেমে দিতে
চাই না ডুব?
মাকাল ফল! মাকাল ফল!
তোর নেই কিছু,
তোর ভালবাসা পেতে গিয়ে হারাতে চাই না
কোনো কিছু?
তুই ভুলে যা! তুই ভুলে যা
মাকাল ফল,
আমাকে পাবার আশে
আহোরাত্র করিস নে আর ছল?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।