কুয়োর ব্যাঙ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কুয়োর ব্যাঙ বলে
পাড়ার লোক
করে গালি- গালাজ,
ঘরের ভিতরে কি করি
করে তারা তালাশ?

সারাদিন হুদাই তারা
প্রশ্ন করে! করে আমায় জব্দ,
আমি কোন রা করি না
করি না কোন শব্দ?

ঘরে বসে কাব্য লিখি
পড়ি নানান বই,
বন্ধুর সঙ্গে দেখা করার
সময় পাব বল কই?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।