ঈদ বার্তা
- রফিকুল ইসলাম রফিক
.............রফিকুল ইসলাম রফিক
ঈদ এনেছে খুশির জোয়ার
সাম্য- সুখের গানে,
খুললো সবার হাসির দুয়ার
আনন্দ আহ্বানে।
মনের বনের পাখিরা সব
উড়ছে ডানা মেলে,
খুশির মাতম এমনই হয়
ভালোবাসা পেলে।
ঈদের খুশি সবার খুশি
কেবল একার নয়,
সাম্য-সুখের এমনি ধারা
চলুক বছরময়।
উচু-নিচুর ভেদাভেদটা
আজ থেকে যাক ঘুঁচে,
ভালোবাসার ইরেজারে
দুঃখরা যাক মুছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।