চলে গেলে
- ফয়েজ উল্লাহ রবি
সুখি হয়ে ছিলাম তোমার ভালবাসা পেয়ে
আনন্দ পেয়েছিলাম তোমার কাছে এসে
নতুন স্বপ্নে ডুবে ছিলাম তোমায় ভালবেসে।
জানি না তো কোন কারণে ভুলে গেলে
দুঃখের সাগরে একাকী আমায় ফেলে।
‘তুমি কি আমায় ভুলে গেলে, দূরে ঢেলে দিলে’।
চলে গেলে নতুন স্বপ্নে নতুন মানুষে মিশে
ফিরে চাওনি একবারও আমি আছি কি বেঁচে
কেমন কাটে আমার জীবন তোমায় ভালবেসে।
‘তুমি কি আমায় ভুলে গেলে, দূরে ঢেলে দিলে’।
কুমিল্লা
১১ আগষ্ট ২০০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।