ত্রিরত্ন - এক-তিন
- ফয়েজ উল্লাহ রবি
এক.
সব পেয়েও যদি মনে না আসে প্রশান্তি
বুঝবে তখন হয়নি কিছুই পাওয়া
সামনে তোমার অপেক্ষায় অশান্তি।
দুই.
জন্ম-মৃত্যু মাঝখানের নাম জীবন
এই নিয়ে এতো কাড়াকাড়ি কেন
বুঝালেও তার বোঝ মানে না মন।
তিন.
মনের ভুলে; ভুলে গেলে যা ছিল পরিচয়
চেনা তুমি বদলে অচেনা
সময়ের হবে শুধু অপচয়।
দাম্মাম, সৌদিআরব
আষাঢ় ১৪২৪, জুলাই ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।