ত্রিরত্ন - সাত-নয়
- ফয়েজ উল্লাহ রবি
সাত.
মরে গেলে কেউ, বলে- ‘না ফেরার দেশে গেছে চলে'
আসলে ‘না ফেরার দেশ’ তো পেছনে গেছে ফেলে
এই পৃথিবীতে আর কভু সে আসবেনা বলে !
আট.
‘নিখুঁত’ মানুষ চায় সবে কিন্তু; ‘খুঁতের’ মানুষ পায়,
খাঁটি মানুষ খোঁজে ক্লান্ত সবাই-
তবু; এই মন ‘মানুষ’ খোঁজে যায়।
নয়.
‘শুতে’ শিখেছো তুমি ‘ছুঁতে’ শিখনি কভু,
কি করে ‘পেতে’ পারো শিখেছো শুধু
কি করে ‘রাখতে’ হয় শিখনি তবু!
দাম্মাম, সৌদিআরব
আষাঢ় ১৪২৪, জুলাই ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।