আমার চোখে জল কেন
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমার চোখে জল কেন
আমি কাঁদি কিসে!
কি হারিয়েছে আমার
আমার তো হারানোর মতো
কিছু নেই?
টাকা নেই পয়সা নেই
তবুও আমি কাঁদি কিসে
আমার চোখে জল কেন?
আমার তো বাবা নেই
অনেক আগে পরলোক গমন করেছে?
মা তো আছে
ভাই- বোন সবি আছে!
তবে আমি কাঁদি কিসে
আমার চোখে জল কেন?
কিসের দুঃখে কাঁদি আমি
প্রেম কাননের মন হারিয়েছি
তাই কি কাঁদি!
আমার চোখে জল কেন
আমি কাঁদি কিসে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০৭-২০১৭ ১২:৩৫ মিঃ

আমার চোখে জল কেন
আমি কাঁদি কিসে?