আষাঢ় মাসে বর্ষার আকাশে (2)
- লক্ষ্মণ ভাণ্ডারী ১৯-০৪-২০২৪

(পূর্ব প্রকাশিতের পর)

বর্ষার আকাশে আষাঢ় মাসে মুষলধারে বৃষ্টি ঝরে,
দেখি বাতায়নে মরালীর সনে মরাল আসিছে ঘরে।
গাঁয়ের পথে জমে আছে জল,
জলকাদায় পথ হয়েছে পিছল,
কালি মাখা মেঘ গগনমণ্ডল, অবিরাম গর্জন করে।
বাতায়ন দিয়ে দেখি শুধু চেয়ে বাহিরে বাদল ঝরে।

হেথা রাঙীগাই খুঁজিয়া না পায় বাছুরীটি গেছে হারায়ে,
আজি দুর্দিনে বাছুরীটি এনে ওগো দাও তারে ফিরায়ে।
গোহালঘরে খুঁজে দেখ দেখি,
বৈঠকখানাঘরে ঢুকেছে সেকি?
খড়গাদায় শুয়ে আছে একি! বাছুরীটি গেছে ঘুমায়ে।
বাছুরীকে বারেবারে ডাকে রাঙীগাই ভিজিছে দাঁড়ায়ে।

আষাঢ় মাসে বর্ষার আকাশে মেঘ ডাকে শোন ওই রে,
বিল জলাশয় জলে জলাময় পথঘাট জলে থৈ থৈ রে।
বাদলের ধারা ঝরিছে অঝোর,
জমেছে মেঘ কালো ঘনঘোর,
পুলক জাগিছে হৃদয়েতে মোর, বৃষ্টি ঝরিছে ওই রে।
ঘনকালোমেঘে বিদ্যুতবেগে অশনি জ্বলিছে ওই রে।
..........................মেঘ ডাকে শোন ওই রে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।