স্বপ্ন হীনা স্বপ্ন দেখে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

স্বপ হীনা স্বপ্ন দেখে
কোথায় গেলি চলে,
তোর জন্য বুকটা আমার
অহনির্শ জ্বলে!

স্বপ্ন হীনা স্বপ্নে এসে
করিস কিসে খেলা,
ভালবাসি তাই করিস
মোরে হেলা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।