আমি সেই শহরে যাচ্ছি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি সেই শহরে যাচ্ছি
যেখানে টাকা ছাড়া কোনো মূল্য নেই,
আমি সেই শহরে যাচ্ছি
যা বসবাসের জন্য অযোগ্য।

আমি সেই শহরে যাচ্ছি
ঘনত্বের দিক দিয়ে
প্রথম জনবহুল শহর
আমি সেই শহরে যাচ্ছি
যেখানে কেউ আমার আপন নেই।

আমি সেই শহরে যাচ্ছি
যেখানে শ্রমিকদের কোনো মূল্য নেই,
আমি সেই শহরে যাচ্ছি
যেখানে পতিতাদের কোনো অভাব নেই?

আমি সেই শহরে যাচ্ছি
যেখানে পরিবেশ বলতে কিছু নেই,
আমি সেই শহরে যাচ্ছি
যেখানে জ্যাম ছাড়া কিছু নেই।

আমি সেই শহরে যাচ্ছি
যেখানে জীবনের কোনো মূল্য নেই,
তবুও সংগ্রাম করতে হবে
কারণ সেই শহরে আমার স্বপ্ন
লুকায়িত করা আছে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৮-০৭-২০১৭ ১২:২৪ মিঃ

আমি সেই শহরে যাচ্ছি
যেখানে টাকা ছাড়া কোনো মূল্য নেই,
আমি সেই শহরে যাচ্ছি
যা বসবাসের জন্য অযোগ্য।