‘বৃদ্ধাশ্রম’
- ফয়েজ উল্লাহ রবি

সময়ের তালে দ্রুত বেগে
দিচ্ছ জীবন পারি,
আলোর শহর আরও আলো
ভুলে গ্রামের বাড়ী।
শিকড় যদি যাও গো ভুলে
থাকেনা আর কিছু,
এতো গর্ব কিসের তোমার
অংহকারই নিচ্ছে পিছু।
দেশ সেরা বিদ্যাপিঠে পড়ে
শিখলে কি ধোকা,
নিজেরে তুই চিনলি নারে
রয়ে গেলি বোকা।
মানুষ যে আজ বুঝেনা কেন
মানুষেরই মন,
দূর করে সব একলা জীবন
ভুলে আপন জন।
আধুনিকতার নামে তুমি
প্রসার করো ‘বৃদ্ধাশ্রম’
যে তোমারে করলো লালন
তাঁর জন্যই জায়গা কম।

দাম্মাম, সৌদিআরব
আষাঢ় ১৪২৪, জুলাই ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।