তোমায় ভালবাসি
- ফয়েজ উল্লাহ রবি

কান্না যদি হয় দুঃখের ভাষা
সুখের ভাষা হাসি,
যতোই দূরে থাকি না কেন
শুধু তোমায় ভালবাসি।

আকাশ যদি মেঘলা করে
বৃষ্টির জলে বর্ষা,
তোমার প্রতি আমার যে প্রেম
সবটাই সাচ্চা।

নদীর জলের উতাল-পাতাল
বুঝবে জোয়ার ভাটা,
দুই চোখের মাঝে জলের নদী
যায় না সাঁতার কাটা।

দাম্মাম, সৌদিআরব
আষাঢ় ১৪২৪, জুলাই ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।