এ কোন সখী
- অরুণ কারফা

এ কোন সখী
নিরাশার চাদরে আমারে ঢাকি
নিজেরে রাখছে দূরেতে সরায়ে
কবে এ পাখী
কুয়াশার আড়ে অভ্রকে রাখি
নামবে ফিরে স্বেচ্ছায় ধরায়ে।

কখন বলাকা
ছাড়িয়ে গিয়ে পৃথিবীর এলাকা
সে তার ফিরবে আবার কুলায়ে
এ কোন বিশাখা
পলাশের রঙে জ্বলায় শলাকা
পাতাগুলো যদিও গেছে ঝরায়ে।

এ কোন প্রেয়সী
সাজিয়ে নিজেরে প্রকৃত হিতৈষী
জড়াচ্ছে নিতু নব মমতায়ে
এ হচ্ছে বঁধু
অলি যার পেতে সুধা আর মধু
উড়ছে মিঠে গুঞ্জন ছড়ায়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।