অচল প্রেমের পদ্য
- ফাইয়াজ ইসলাম ফাহিম

মনের শত আকিঞ্চন ছিল সব লোপ পেয়েছে
আমার আক্কেল সেলামির দরুণ!
এ্যাত্তাটাই অসহায় পড়েছি মানসিক ভাবে যা অর্বচনীয়
প্রতিরাত্রে মনের অর্গল খুলে ফারহানা নামক এক নীল পরী মন গৃহে প্রবেশ করে?
.
আবার প্রত্যুষে পলায়ন করে আপন নীড়ে ফিরে যায়
হয়তো সে পরীর রাজ্য থেকে আসে!
প্রতি রাত্রিতে আঙ্গিনায় পদব্রজ করে
বাতায়ন খুলে তার বদনখানি দেখতে পাই।
.
রুপের ঝংকারে চারপাশ ঝলসে ওঠে/ উঠে
হেলাল তার ক্লহারময় শ্রী দেখে চুপসে যায়
তারকারাজি মিটমিট করে
নীলিমার বুকে মৃদঙ্গ বাজায়?
.
মাঝে মাঝে মনে হয় অশরীরী আবার মাঝে মাঝে মনে হয়
জীবন্ত কোন তিলোত্তমা অঙ্গনা,
ঘুমের ঘরে তার সাঙ্গ পাই স্পর্শ করি
চক্ষু উন্মীলন করলে বনিতাকে হারিয়ে ফেলি
পর্যঙ্কে খুজেই পাই না।
.
এটি যেন প্রতি রাত্রির গল্প কথা
প্রতি রাত্রি এমন করে কাটাই অশরীরী নিত্য আমায় দহন করে
মনের শত আকিঞ্চন গ্রাস করে,
শতবার বললাম হে অশরীরী কেন আস্
আর কেনই বা চলে যাও।
.
আমার কাছে থেকে যেতে তো পার!
অশরীরী কোন জবাব দেয় না শুধু খিল খিল হাসে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

২৪-০৭-২০১৭ ২২:০৭ মিঃ

ধন্যবাদ

২৪-০৭-২০১৭ ২১:৩১ মিঃ

অনবদ্য

২৪-০৭-২০১৭ ১৮:৫৪ মিঃ

অচল প্রেমের পদ্য