রিফিউজি ১
- প্রবীর রায় - সংগ্রাম

আমি বলছি,আমি রিফিউজি আমার নেইকো পরিচয়,
আমি বলছি,আমি অসহায় আমার লাগেনা তাতে ভয়।
বাঁচতে হলে সর্বপ্রথম,চায় একটি পরিচয়,
নইলে যাবে বৃথা জীবন,লহু হইবে ক্ষয়।
যতক্ষণ দেহে বহমান ক্ষুন, যতক্ষণ বাঁচিবে প্রাণ,
ততক্ষণ কব আমি হিন্দুস্থানি,
ওরা নেবে,নিকনা আমার জান।
ওরা মারবে- মারুক,আমায় চাবুক,
সইব আমি সব,
তবু উচ্চস্বরে বারংবার কইব,
আমি ধরার সন্তান হিন্দুস্থান আমার সব।
ওরা শাসক,করবে শাসন দেখাবেনা কিঞ্চিত দয়া,
চাবুকের আঘাতে,রৌদ্র কিরণে পুরিল পতিতের কায়া।
যোদ্ধা আমি যোদ্ধা,আমি যুদ্ধের সঙ্গী,
ভাগরে তোরা ভাগরে,ওরে দুর্বল জঙ্গী।
ভারত আমার মাতা,আর জন্মভূমি পিতা,
ঈশবর হল মাতৃ-পিতৃ, জন্মভূমি মাতা সীতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০৭-২০১৭ ১৯:৪১ মিঃ

রিফিউজি কথাটি কোন নিন্দার নয়,তোমার নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে, এগিয়ে যাও এপার বাংলা হোক বা ওপার বাংলা হোক