অজানা ঠিকানা১
- প্রবীর রায় - নিরুদ্দেশ

এস সবে সব ভুলে,চল ছুঁটে যাই
দূরদেশে চুপি-চুপি,নিঁখোজ হতে চাই।
হিংসা হীন,ব্যথা বিহীন,যেথা স্নেহ রয়
অমুল্য প্রেম আর একতার জয়।
ভেদাভেদ,মারামারি করিতে নারি
মিলেমিশে আজীবন বাঁচিতে পারি।
ছোট-ছোট পুকুর,নদী,মাছ ভরা জল
রৌদ্র,বৃষ্টিতে,পাখিদের কল।
সূর্যের কিরণে,পানি টলমল
কোথায় সেই দেশ পাব,চল সাথে চল।
হাঁস গুলো খেলাকরে,গুগলি খায়
মধুর মিলন সুরে,ধরা গান গাই।
পক্ষীসব আসমানে,আপন মনে
হেথা থেকে ওথা যায়,ক্ষণে-ক্ষণে।
বনের পশু সকল,প্রানের সুখে
শিকার করার ফাঁদে,এদিক-ওদিক চায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-০৭-২০১৭ ১৪:৪১ মিঃ

সকলে হিংশা ভুলে একজোট হলে অজানা ঠিকানা পাবে এই বাস্তবেই