রিফিউজি ২
- প্রবীর রায় - সংগ্রাম

2))))গান্ধীজির বানী,নেতাজির সাহস বাড়াল চিত্তে আশা বাংলা ভাষায় গর্বিত আমি পেলাম স্বপ্নের সেই বাসা। ওরা শাসক, আঘাত হানবে- হানুক পাল্টা দেব জবাব জীবন গেলেও,রাজি -জানুক অধিকার পাইতে,প্রেমের ভাব। করব রন,দেব মন,জান দেব কুরবানি বলব হেসে,শেষ নিশবাসে,আমি হিন্দুস্থানি। আমি করছি পণ,ছিনাব অধিকার জহ্লাদদের মেরে হৃদমাঝে গেঁথেছি সাতরং দেঙ্গে জান,মিটায়েঙ্গে দূষমন তেরে। অগ্নির নব কিরণে,জানাই উজ্জল কণ্ঠে বন্দেমাতরম,পিশাচ মেরে জাতীয় গান শ্রবন মাএ মায়ের বীর নির্ভয়ে প্রেম প্রদান করে। ধৌজের তিনরঙে পরিচয়,শান্তি,উন্নতি,প্রগতির প্রতীক অশোকস্তম্ভে চক্র রেখা,এক দিবা- রাএির সঠিক। মায়ের স্পর্শে,হুদয়ে জেগেছে,নিদারুণ সব শক্তি ক্রোধ-হিংসাকে পরাজয় করে,মাকে জানাব ভক্তি। দিব্য কণ্ঠে বলছি হারবার,ভারতের শিশু আমি আমার বেলায় রিফিউজি পরিচয়, গর্জে বলে পাগলামি। জন্ম হেথায় মাটির কোলে,যাব কেমনে প্রেমরস ভুলে আমি মানুষ প্রতিটি বোলে,জীবন- যৌবন ধরার কুলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৭-০৭-২০১৭ ১৯:৩৭ মিঃ

মানুষ রিফিউজি নয়,মানুষি বানিয়েছে এই প্রথা,তার পরিচয় সে একজন মানুষ, আর এটাই সত্য

২৭-০৭-২০১৭ ১৯:৩৬ মিঃ

মানুষ রিফিউজি নয়,মানুষি বানিয়েছে এই প্রথা,তার পরিচয় সে একজন মানুষ