রিফিউজি ৩
- প্রবীর রায় - সংগ্রাম

৩))))আধো- আধো পাতায়,যেদিকে চায় ভয়,লাঞ্ছনা -প্রহার ছায় কারতে উদ্যত, দুখীর মুখের অন্ন রাস্তায়-জঙ্গলে ঠাঁই,বস্ত্রহীন জরাজীর্ণ। জোর হারিয়ে,ঘাম ঝরিয়ে কঙ্কালের রুপ ছবি জীবন- মরন,দিয়ে বিসর্জন, প্রতিবাদে শত কবি। বন্দী শক্তি,মুক্ত করি হও এক প্রান জানাও প্রতিবাদ মিলে তুলে ধর সবার মাঝে,মনের গান বৃষ্টি- বাদল,ঝরের ব্যথা গলে গিলে। শাসকদল আনে যদি, কঠোর-হতে কঠোর নিয়ম ভাঙিয়া বেরাজাল,গরিব বাহুবল ভীত হবে যম। হিংস্র মানব,ফেলে সব ক্রোধ,ভাঙ হস্ত যষ্ঠী আমি যে একেলা,দোষ কি মোর,কেমনে তবে রিফিউজি। সৃষ্টিকর্তা দিয়েছে জান,এনেছে এ দন্দে কষ্ঠি লেখাহীন, জাত- প্রাত বিহীন, তবে কেন ফন্দি। আমি জন্মেছি ধরার মাঝে,পালিত দেশের কোলে লক্ষ স্বপ্ন সদাই হাসাই- কাঁদাই, মধুর ভাষা বোলে। ভারত মাতা মাতৃরুপিনী,তোমাকে জানাই সেলাম বাংলা আমি,বাঙালি আমি,তোমারি পরিচয় পেলাম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-০৭-২০১৭ ১৯:৩৪ মিঃ

মানুষ মানুষকে রিফিউজি বানিয়েছে,জন্ম থেকে মানুষ রিফিউজি হয়না