ওহে বনিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ওহে বনিতা কিসের দরুণ ঘূর্ণার কার্তুজে
করতে চাও মোরে পর্যদুস্ত!
তুমি ছাড়া এ রোগ ছাড়বে না
হব না কস্মিনকালেও সুস্থ?
.
ওহে বনিতা করো না মোরে হেলা
তোমায় নিয়ে তিস্তার বুকে ভাসাবো প্রেম ভেলা
.
ওহে বনিতা তুমি মোর অনুরাগ
তোমার বুকে মাথা রেখে আদর করবো
করো না মেকি রাগ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।