ওহে বনিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ওহে বনিতা কিসের দরুণ ঘূর্ণার কার্তুজে
করতে চাও মোরে পর্যদুস্ত!
তুমি ছাড়া এ রোগ ছাড়বে না
হব না কস্মিনকালেও সুস্থ?
.
ওহে বনিতা করো না মোরে হেলা
তোমায় নিয়ে তিস্তার বুকে ভাসাবো প্রেম ভেলা
.
ওহে বনিতা তুমি মোর অনুরাগ
তোমার বুকে মাথা রেখে আদর করবো
করো না মেকি রাগ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৮-০৭-২০১৭ ০৯:০৮ মিঃ

অচল হলে সচল তো করতে হবে ভাইজান লেখার ম্যাধ্যমে!

২৭-০৭-২০১৭ ২৩:২৬ মিঃ

মোর শব্দটা এখন অচল|এড়িলে চলাই শ্রেয়|