পতিতের আহ্বান ১
- প্রবীর রায় - সংগ্রাম
সাধারন জনগন,পতিত রহিবে আমরন
উচুতলায় নিত্য,নব স্ফুর্তির আগমন।
অসহায়ের দুঃখ,বিকলাঙ্গ দূ চরণ
ভিখিরি দের মন মাঝে,নাহি করে বরণ।
তিলে- তিলে গড়ে ওঠা,গরিবের সংসার
তাদেরো যে কিঞ্চিত,মুষ্ঠিমেয় সুখ দরকার।
ধনীরাই দেবতা,জানে যে সমাজো তা
অনাচার প্রজারা,ক্ষুধায় স্তব্ধ নিরবতা।
বিশবজুরে কান্না,ছরায় দূষনের জামানা
ধনীর গোলাম হয়ে,সুখ হারা কামনা।
যে বসে গদিতে,ঘৃণা,লাজ ছুপায় ট্রলিতে
ক্ষুধায় কাতরে মরে,রাজপথ ও গলিতে।
মৌলিক অধিকার,ছিন্ন তার হাতিয়ার
হরতাল-দাঙ্গায়, বোমাবাজি চারিধার।
আইন স্তব্ধ সেথা,ফন্দিপূর্ণ ছলনা
নির্দোষেরে সাজা দেয়,একিরুপ অবমাননা।
আইনের আঁখি বাঁধা,ইনাম মেলে অন্ধ
পরিশেষ হয়নিতো,ঘুষ পুজা বন্ধ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।