পতিতের আহ্বান ২
- প্রবীর রায় - সংগগ্রাম
অজুহাত দেখিয়ে,একলাফে পিছিয়ে
অধিকার গোপনে,পাপ দেয় লুটিয়ে।
তারি কারন শয়তান,বারছে জঙ্গিও
হস্তে আলোক শিশুর,ছুরি-বোমা-বন্দুকো।
ছেয়েছে সারা ধরা,বিষাক্ত নিশবাসে
বিধেছে গলা মাঝে,পদে-পদে বিশবাসে।
চারিদিকে হাহাকার,এলাশ যে কার?
পঁচা,গলা,বাসি খাবার,যেন বুঝি 'ভাগার।
অনাথেরা পিছিয়ে, ধনবান শীর্ষে
শাসন জারি করে,ভীষন গর্জে।
তঙ্কার বল দেখে,দেবতাও ভয় পেয়ে
ছারিলেন মর্ত্য,পালারে পালা ধেয়ে।
কেউ মরে ক্ষুধায়,ভূকোলে লুটিয়ে
অর্থ বিনা ঔষধ,ডাক্তার রাখেন গুটিয়ে।
যতশত নোংরা পথ,মেয়েদের ব্যবহার
মূর্খরা বুলি লাগায়,গোপনে সৎকার।
হাত দুখান পঙ্গু, কায়া যেন নিস্তেজ
মস্ত ঙ্গানশূন্য,ত্রুটি ভরা দস্তাবেজ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।