পতিতের আহ্বান ৩
- প্রবীর রায় - সংগ্রাম

হে ধরার মানব,শোন মোর ভাই
একমুঠো এঠো দিও,কিছু নাহি চাই।
শোন-শোন ধনীজন,শোন মোর কথা
তুমি দাতা,কর্মী আমি,দেবে দাও ব্যথা।
তোমরা যদি নম্র হও,দুখ ঘুঁচে যাবে
সৃষ্টি আগাম পথে,বাধা নাহি পাবে।
পণ করি অবনী টেকাতে,সব ভেদাভেদ ভুলে
ধনী,পতিত এক হব,ধরা এগোতে হলে।
আমি পতিত,পতিত আমার ভাই,জীবন কাঠামোয়
একটাই সুর,বধিব অসুর,টানছে টানুক মই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-০৭-২০১৭ ১৪:৫৭ মিঃ

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যদি বুঝতে শেখ তাহলে তুমিই হলে ঈশবরেরও ওপরে