অজানা ঠিকানা ২
- প্রবীর রায় - নিরুদ্দেশ

ময়ূর-ময়ূরী তার,কলাপ মেলে
অপুর্ব সাজে খেলে,সাতরং পেখমে।
রামধনুর ছায়া ভাসে,বিকেলের নীলে
মিষ্টি কূহু তান,বসন্তের কোকিলে।
নানান পাখির ডাক,ভোরের সকালে
সোনালি গোধুলি,ফুল ডালে-ডালে।
মাছরাঙা ঝপ করে,জলে এসে পরে
মীন লইয়া পালায়,শিশু পিছু করে।
সবুজে-সবুজে ভরা,চর্তুদিক মাঠ
রং-বাহারির মত,নৌকার ঘাট।
চাষিরা ধানের পালা,কাঁধে নিয়ে যায়
নবান্নে চাঁদ-তারা,উঠোনে উঁকি দেয়।
ছোট-বড় বালকেরা,পাঠে সদা রত
কান্না,হসি-খেলা,দুষ্টুমি শত।
তিলে-তিলে বেড়ে ওঠে,শ্রেনি করে সফর
নব দিনে নব পুস্তক,খুশিতে মও আপাদমস্তক।
বিদ্যাপীঠে গুরুজনে,সদা খেয়াল রাখে
বড় হবে,মানুষ হবে,সু স্বপ্ন দেখে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-০৭-২০১৭ ১৪:৫০ মিঃ

মানুষের মনটাই আসল গহনা,এটিকে মানাতে পারিলে কিছুই অজানা রহিবে না