সেগুন বাগিচা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ওহে সেগুন বাগিচা
তোর উদরে আমার প্রিয় কবির আবাস,
কবিকে যত্ন রাখিস
করিস না পরবাস?
.
ওহে সেগুন বাগিচা
কবি কে রাখিস সুখে
কবি আমার সব!
রাখিস না তারে দুঃখে?
.
ওহে সেগুন বাগিচা
বিরহি কবি আমার মানিক -রতন,
কবির হেলা করিস না
কবি কে নিয়ে উড়াবো ভালবাসার কেতন?( ছড়া খানি ছ' মিনিটে লেখা)
.
বহুদিন পর প্রিয় কবির খোজ পেলাম, প্রিয় কবি আজ আমায় ফোন নাম্বার দিলেন,ঠিকানা দিলেন,আমি কবি হেলাল হাফিজ পাগলা ভক্ত,কবির মতো লেখার প্রয়াস.....তবে কবির বাসায় কেমনে যাব আনন্দে বুকটা আমার ফেটে যাচ্ছে... কোরবানী ঈদের পর কবির বাসায় যেতে মনস্থির করেছি,,,
.
দীর্ঘ এক মাস ঢাকায় অবস্থান করেছিলাম,বাবা- মার টাকার ১২ টা বাজালাম!তারপর কিছু দিন পূর্বে প্রিয় বামনডাঙ্গায় ফিরে আসি
অর্নাসে ভর্তি হওয়ার আশে পকেট ফুরাই ফাঁকা........
তবুও যাবোও প্রিয় কবির চন্দ্র মুখ দেখিতে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।