তোমাকে চাই
- ফয়েজ উল্লাহ রবি

ছবি তোমার সামনে রেখে ভাবছি বসে আনমনে
সে যে চলে গেলে, হারালে অজানা কোন বনে,
নাওনি খবর, দাওনি খবর, ছিলে তুমি কোন মনে
আসবে ক’বে, ফিরবে যবে, ভাসবে ভুবণ সুখের বানে।
বৃষ্টি ভেজা গতর তোমার, মধুর যৌবন টনটনে
পশম উঠে শিরশিরিয়ে, পেলে তোমায় সঙ্গপণে,
মিষ্টি মধুর বৃষ্টি দিনের কালজয়ী সেই স্মৃতির বিনে
ভাল্লাগেনা কোন কিছুই, আছে কি তা স্মরনে।
জাগে মনে শিহরন, ফিরে যাই মধুর সেই ক্ষণে
বুকের মাঝে সুর বাজে নতুন-নতুন গানে,
ছোঁয়া তোমার পেতে বড় সাধ জাগে এই মনে
তোমায় চাই চিরদিনের তরে, জীবনে কিংবা মরণে।

কুমিল্লা
০৬ অক্টোবর ২০০০ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।