লাভ লোকসানের খতিয়ান
- অরুণ কারফা

আমি ছিলেম ঠিক
স্বার্থক বনিক
বেচেছিলেম প্রেম ভালই দামে,
সে অর্থে খানিক
ভাবলে সঠিক
লোকসান কখনো হয়নি প্রেমে।

সে ছিল যেহেতু ঘোর অনুগামী
যতটা দিয়েছিলেম তারে আমি
দিয়েছিল তার চেয়ে ঢেরই বেশী,
ভেবেছিলেম চলবে এই রকমই
সোনালি রঙের দিন আগামী
রইবে উচ্ছ্বলিত আর হাসিখুশী।

তারপর এক গোধুলি বেলায়
যথারীতি সেই বানিজ্যের খেলায়
ছিলেম যখন নিজের ধুনে,
দিয়ে সব কিছু যা আছে আমার
হেরেগেলেম সেই তার কাছেই আবার
যদিও জিতলেম ত্যাগের গুণে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।