প্রিয়ার সাথে কথোপকথন
- অরুণ কারফা
কি কারণে সখা
তুমি এত একরোখা,
দেখেছি প্রকৃতিতে
কখনো বা বসন্তে
কাল বৈশাখী দেয় দেখা।
কি কারণে প্রিয়ে
বিষন্ন এত হৃদয়ে,
ঘোর শ্রাবণেও দেখেছি কেমনে
কৃষ্ণকায় গগনে
সূর্য ওঠে ঝলমলিয়ে।
কি কারণে সহচরী
ক্রোধে কাঁপ থরথরি
শরতের দিনেও দেখেছি বনে
হলেও বা তা স্বল্প পরিমানে
কেমনে পাতা পড়ে যায় ঝরি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।