পরিশুদ্ধতার বানী
- শাওন সারথি - যে কথা বলিতে অঙ্গ মোর দায়

আমার বুকের ক্ষত বিক্ষত স্থান থেকে
আজ অনবরত রক্ত ঝরছে।
কালচে আর দুষিত যত রক্ত।
পচা আর উৎকট গন্ধে চারিদিকে শুধুই
নিরব আর নিস্তব্ধ।
রক্তের ফোঁটায় ফোঁটায় ভিজে যাচ্ছে
এই ধূসর মাটির বুক।
আর মাটিও চুষে নিচ্ছে তার আপন মনে।
সূর্য তাপের উত্তপ্ত আলোয়
শরীরের সমস্ত রক্তই যেন বেরিয়ে আসবে!
হে অগ্নি দেবতা,
হে শক্তি দেবতা,
আমার দেহের সমস্ত দুষিত রক্তই
তুমি শোষণ করে করে
এই দেহের সমস্ত ক্ষতবিক্ষত স্থান থেকেই
ক্রমাগতই ঝরাও।
যেভাবে পাহাড়ের বুক চিড়ে ঝরনা ঝরে ক্রমাগত।
যেন আমি আবার পরিশুদ্ধ হতে পারি
সদ্য ভূমিষ্ঠ কোন এক শিশুর চাহনির মতই।
আমার দেহের দুষিত সব রক্তই যেন
শুষে নিক আপন মৃত্তিকা, আর
মৃত্তিকার ওই গহ্বরে লুকিয়ে রেখে
তাদেরকে মাটি চাপা দিও।
যেন সেইখান থেকে জন্ম নেয়
নতুন নতুন স্বর্ণ খনি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।