পৃথিবীর মৃত্যুদণ্ড পত্র
- শাওন সারথি - যে কথা বলিতে অঙ্গ মোর দায়

অতঃপর স্রষ্টার মুখোমুখি আবার।
নাহ এইবারও পরাজিত।
কাংখিত মৃত্যু অর্জিত হয়নি তাই
ব্যর্থ ঘোষণা করা হল আরেকবার!
নূর নয় জেগে উঠি সূর্যের আলোয়।
ঘুম নাকি মৃত্যুর অপছায়া?
আমি জানি না।
তবে প্রতি রাত্রেই মৃত্যুর অভিনয় করি।
ঘুমের ভিতর দিয়ে,
স্বপ্নের ভিতর দিয়ে,
মৃত্যুর অভিনয় করি।
অতঃপর স্রষ্টার মুখোমুখি আবার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

৩১-০১-২০১৫ ১৯:২৯ মিঃ

ধন্যবাদ...... সরকার

২৫-০৫-২০১৪ ১৭:২১ মিঃ

খুব ভালো কবিতা।
----দ্বীপ সরকার