কেশবতী কন্যা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কেশবতী কন্যার আশে তামাম বঙ্গ তছনচ করলাম
একটি কেশবতী কন্যারো দেখা পেলাম না,
কারো মনে হয় মাথার কেশ নেই
সব পশ্চিমা ললনা হয়ে গেছে স্কন্ধ ছুঁই ছুঁই
কেশ যেন মনে হয় মাথায় নেই! মাজা ছাড়িয়েছে এমন কোন ললনার কেশ নেই?
.
সব ললনাই যেন বিলাতী ম্যাম হয়েছে
কেশের রাগ নেই,
অথচ মেকি অঙ্গরাগ আছে, ছেলে না মেয়ে চেনাই য়ায় না!
কেশের পাগল আমি কখনো কেশ পাগলা বলে
মা গালি- গালাজ করে!
ভাবী কখনো গাল টেনে দেয়
.
বন্ধুরা কখনো বলে এরকম কেশবতী মেয়ে কোথায় পাবি
কত বান্ধবীদের বললাম তোদের কি কেশবতী কোন বন্ধু আছে
দিবি কি তার সাথে আমার যোজনা করে
আরে কালো হোক বা বেটো হোক কেশবতী মেয়ে হলেই হলো মাজা ছাড়িয়ে পড়েছে যার কেশ।।
.
সবাই খিল খিল হাসে কাজ- কাম করিস না কিসে ছুটিস
কেশবতী মেয়ের পিছে,
কেশবতী কি তোরে পাত্তা দিবে?
কেন দিবে না রে
তারে নিয়ে সারাজীবন কবিতা লিখবো কেশ কাব্য লিখবো
ভালবাসার কেতন উড়াবো কেশবতীর হাত ধরে!
.
কোনো মেয়েই হবে না তোর জীবন সঙ্গীনি কবিতা লিখে কি করেছিস জীবনে!
সম্মান দিয়ে আবেগ চলে ভালবাসা চলে পেট চলে না কবি
কাজ- কাম কর কত কেশবতী হবে তোর
বান্ধবী আগে কেশবতী কন্যা পাই
তারে নিয়ে আগে ভালবাসার ফানুস ওড়াই?
.
কেশবতীর কেশের ছোঁয়া দিয়ে অন্তরকে আগে শান্তি দেই
ও যে বড্ড অস্থির হয়ে আছে,
সুন্দরী মেয়ে চাই না শুধু কেশবতী একটি কন্যা চাই
যার কেশ দিয়ে মোরে বেঁধে রাখবে অনন্ত কাল?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৬-০৮-২০১৭ ২১:৩৪ মিঃ
কেশবতী কন্যার আশে তামাম বঙ্গ তছনচ করলাম
একটি কেশবতী কন্যারো দেখা পেলাম না,
কারো মনে হয় মাথার কেশ নেই
সব পশ্চিমা ললনা হয়ে গেছে স্কন্ধ ছুঁই ছুঁই
কেশ যেন মনে হয় মাথায় নেই! মাজা ছাড়িয়েছে এমন কোন ললনার কেশ নেই?

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।