ভালবাসার ফানুস উড়াও
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে তিলোত্তমা তোমার খিল খিল হাঁসি দেখে সেতারা,হেলাল পাগল হয়েছে!
অশনি নীলামার বুকে হৈ- হুল্লোর করছে
মৃত্তিকা রাজ মৃদঙ্গ বাজাচ্ছে,
শুধু তোমার মনটাই জানি কেমন ফ্যাকাশে
কোন রঙ নেই ঢঙ্গ নেই
নিজেকে আয়ত্তে রাখতে পার না?
হে তিলোত্তমা এভাবে কাউকে যাতনা দিও না
দহন করো না তোমার ফ্যাকাশে মন কে রঙিন করো
ভালবাসার ফানুস উড়াও?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।