চিঠি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কত খুজেছি আপনাকে হে বিরহ কবি
যতই খুজেছি আপনাকে ততই হারিয়ে গেছি হতাশার বিবরে,
কত শত বার খুজেছি তা অর্বচনীয়
আজ আপনাকে পেয়ে মনে হয়
যেন চোখের পূর্ণ আলা ফিরে পেয়েছি, বাহুতে শক্তি পেয়েছি!
মনে আমার ঝড় বয়ে যাচ্ছে ভালবাসার ঝড়
আপনাকে পাবার সুখে কষ্ট গুলো পলায়ন করেছে
.
দেহে প্রাণ সঞ্চার হয়েছে
অলীক স্বপ্ন গুলো বাস্তবতার দিকে ধাবিত হচ্ছে,
হে প্রিয় কবি আপনি আমাকে কতটুকু ভালবাসেন তা অবিদিত
তবে আমি আপনাকে ভীষণ ভালবাসি
আপনার জন্য এ প্রাণ উৎসর্গ করতে পারি
শতবার মরতে পারি!
.
শত ন্যায়- অন্যায় কাজ করতে পারি আমি আপনার পাগল
আপনাকে কখনো ভুলতে পারবো না
মন কুঠিরিতে আপনার বাস, সর্বদা আপনারি বিচরণ!
আপনি যে আমার মন করেছেন হরণ
.
নিত্যে আপনাকে করি যে স্মরণ
আপনি এ মনে আছেন আমরণ
হে কবি শত ব্যস্ত থাকেন আমার কথা মনে আপনার জাগে কি?
আপনি যে আমার কলমের শক্তি
আপনার আদর্শে আমি উজ্জীবত, আপনি আমার কবিতার প্রাণ
আপনাকে অনুসরণ করে ভালবাসার কাব্য লিখি!
.
হে বিরহি কবি ভুলে যাবেন কি আমায় ভুলে গেলে
আমার ভালবাসার কি হবে,
আমার কাব্যের পতন যে হবে
আমি যে হারিয়ে যাব মহা তম্রিসায়?
.
হে বিরহি কবি আমায় কি রাখবেন আপনার মন কুঠিরিতে
আমার কি জায়গা আছে,
নাকি মন কুঠিরি পরিপূর্ণ অন্য কারো ভালোবাসায়?
.
.
উৎসর্গঃ বিরহি কবি হেলাল হাফিজ কে! যিনি আমার কলমের শক্তি কবিতার প্রাণ,যারে অনুসরণ করে কাব্য লিখি!!!
.
লেখকঃ ফাইয়াজ ইসলাম ফাহিম
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৬-০৮-২০১৭ ২১:৩৮ মিঃ
উৎসর্গঃ বিরহি কবি হেলাল হাফিজ কে! যিনি আমার কলমের শক্তি কবিতার প্রাণ,যারে অনুসরণ করে কাব্য লিখি!!!

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।