নেই তোমার দেখা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কত প্রহর পেরিয়ে গেল নেই তোমার দেখা
হে প্রিয়ংবদা অক্ষক্রীড়া খেলছ কার সনে,
একটু দেবে কি দেখা?
শত বান্ধবী থেকেও ভাল লাগছে না
মনে হয় বড্ড একা!
.
কই তুমি?
ঘুমাচ্ছ কার কোলে,
নাকি কারো হাত ধরে
গেলে প্রেম পুরীতে চলে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।