খোয়াব নামা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ঘুম আসে না পরী তোমার চাঁদনী মুখ খানা দেখার পর থেকে
কেমন জানি হয়ে গেছে মনটা,
তোমার জন্য এ্যাত্ত উতালা হয়েছে এ মন যা কহতব্য নয়
নিঃশ্বাস নিতে নিতে নাসিকা ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেছে এ্যালভিওলাস
শূন্য হয়ে গেছে?
.
শুধু যেন তোমার ভালবাসার ঘ্রাণ পাই!
তোমার মিষ্টি ঠোঁটের চুম পাই
.
যেদিকে তাকাই তোমার ফুলকি গালের টোল দেখতে পাই
কেশ গুলো যেন টানছে, তোমার কাছে যাওয়ার আহ্বান করছে
রাত্রি নিঝুম! কষ্ট গুলো বেজায় সারা অঙ্গে দিচ্ছে চুম?
.
ঘুম আসে না দেখি তোমার হস্তের কাঁকন নিত্য করছে
রিনিক- ঝিনিক তান তুলেছে!
তোমার কাঁকনের যাতনা কর্ণকুহরে ভালবাসার মৃদঙ্গ বাজায়
আমি চমকে উঠি?
.
তুমি খিল খিল হাসো তোমার মুখের লালাগুলো গল গলিয়ে পড়ে, আমি
চেটে-পুটে খাই এ্যাত্ত মিষ্টি ঘুম রাজ্যে খুজেই পাই না
.
কখনো নরম হাত দিয়ে গাল বুলিয়ে দাও
অন্তরে ভালবাসার তাল তুলে দাও?
কখনো শাড়ীর আচলে ভালবাসার ঘাম মুছে দাও শরীরে চুম্বন করো।
.
তোমার আলতা রাঙানো পা!
নুপূরের ছোঁয়া খুজি,
নরম পায়ের তালুতে পৃষ্ট হতে চাই
কিন্তু তোমায় খুজে পাই না
তুমি যে অশরীরি তোমার তো দেখাই পাই না বাস্তবে?
.
শুধু ভালবাসার খান্ডবদাহনে জলে- পুড়ে
ছাই হয়ে যাই হে পরী
তোমায় ধরতে পারি না
তুমি যে আমার থেকে বড্ড বেহায়া?

.
ফাইয়াজ ইসলাম ফাহিম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৬-০৮-২০১৭ ২১:৩৬ মিঃ

ঘুম আসে না পরী তোমার চাঁদনী মুখ খানা দেখার পর থেকে
কেমন জানি হয়ে গেছে মনটা,
তোমার জন্য এ্যাত্ত উতালা হয়েছে এ মন যা কহতব্য নয়
নিঃশ্বাস নিতে নিতে নাসিকা ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেছে এ্যালভিওলাস
শূন্য হয়ে গেছে