আই লাভ ইউ কোন মেয়ে কে বলবো না
- ফাইয়াজ ইসলাম ফাহিম

যারে আই লাভ ইউ বলি সেই মেয়ে
সুন্দর হয়ে ওঠে,
তার রুপের ঝংকারে ভূলোক যেন কম্পিত হয়!
প্রেম কাননের সব ওলি যেন উন্মাদ হয়
যারে- তারে কামড়িয়ে দেয়,
নিজেকে হামবড়া ভাবে যেন ক্যাটরিনা কাইফ বা প্রিয়াংকা চোপড়া,
তাই আর কোন মেয়ে কে আই লাভ ইউ বলবো না
.
যারে আই লাভ ইউ বলি
তারে-ই যেন রুপের আলা জ্বলে ওঠে
ছাইয়ের বুকে যেন পদ্ম ফোটে?
.
আহা! কি তার কদর শত ছেলে নাকি তারে করতে চায় আদর
তার মদগর্ব দেখে মদীয় মনোরথ ক্ষুণ্ন হয় মর্মপীড়া স্ফীত হয়
তাই আর কোন মেয়েকে আই লাভ ইউ বলবো না।
.
বলবো না তুমি আমার রাগিনী- বাঘিনী
বলবো না তুমি আমার আধারের আলা।
.
যারেই আই লাভ বলি সেই নাকি অপরের স্ত্রী
তার নাকি প্রেমাস্পদা আছে,
তার নাকি দুটো বাচ্চা আছে
তাই আর কোন মেয়ে কে আই লাভ ইউ বলবো না?
.
যারে-ই আই লাভ ইউ বলি তার নাকি কেশ নেই
সভ্যতার বেশ্ নেই,
তার নাকি বাবা- মা মেনেই নিবে না
আমি যে বেকার
তাই আর কোন মেয়ে কে আই লাভ ইউ বলবো না?
.
যারেই আই লাভ ইউ বলি সেই অর্নাস শেষ করেছে
আর অর্নাস আমি পড়বো,
আহা! কি দম্ভ মনে হয় অশনি ফুটছে তার চোখে
তাই আর কোন মেয়ে কে আই লাভ ইউ বলবো না।
.
যারেই আই লাভ ইউ বলি
সেই বলে তুমি কি আমার আলতা- স্নো পায়ের মল কিনে দিতে পারবে
প্রতি মাসে মাসে ডজন খানিক কাপড় কিনে দিবে?
না গো ডজন খানি কবিতা দিবো,দূর ছাই
তোমার আসলে বুঝি কোন কূল কিনারা নাই
তাই আর কোন মেয়ে কে বলবো না আই লাভ ইউ?
.
যারেই আই লাভ ইউ বলি
তারেই বেড়ে যায় কদর,
মনে হয় আমি মানুষ না পাগল বা ভোঁদর?
.
যারেই আই লাভ ইউ বলি
কোন কোন মেয়ে আবার পুলকিত হয়,
কেউ কেউ আমার বডির ভালবাসার জন্য উতালা হয়
আসবে কি হোটেলে আহা! কি যে বল কষ্ট লাগে না বুকে
আমি কি! ভারপ্রাপ্ত প্রেমিক কেমনে বললে এই কথা মুখে?
তাই আর কোন মেয়ে কে বলবো না আই লাভ ইউ ?
.
যারেই ভালবাসতে চাই সেই নাকি বড় লোকের মেয়ে
আর আমি হলাম গেঁয়ে,
মেয়ে বলে কি না তার কদর
আই লাভ ইউ বলার পরে মেয়ে হয়ে যায় বাঁদর
টাকার গরম দেখায়! বুক দুঃখে হয়ে যায় কাঁতর।
তাই আর কোন মেয়ে কে বলবো না আই লাভ ইউ?
.
ভালবাসা নিয়ে নয়- ছয় করে
ভাঙ্গে বুক!
কষ্ট রাখার জায়গা নেই, সবাই হয় বিমুখ!
তাই আর কাউ কে আই লাভ ইউ বলবো না
না! না! আর কখনো কোন মেয়ে কে বলবো না আই লাভ ইউ ?
.
ফাইয়াজ ইসলাম ফাহিম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৬-০৮-২০১৭ ২১:৪৩ মিঃ

যারে আই লাভ ইউ বলি
তারে-ই যেন রুপের আলা জ্বলে ওঠে
ছাইয়ের বুকে যেন পদ্ম ফোটে