ফ্যাকাশে মন
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে বয়োজ্যেষ্ঠ বিদূষী বনিতা
কিসে করো এ্যাত্ত ভণিতা,
তোমায় চাইনি তোমার কাছে থেকে কিছু চাইনি
শুধু তোমার পূর্নাঙ্গ নাম জানতে চেয়েছি
বন্ধুত্বের কেতন উড়াতে চেয়েছিলাম নীল আকাশে
তোমার বুঝি মন নেই পান্ডুর- ফ্যাকাশে??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।