নীলকন্ঠি পাখি( সম্পাদিত)
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কোথা থেকে এলে হে নীলকন্ঠি পাখি
পরীর দেশ থেকে বুঝি!
তোমায় তো আগে কখনো দেখিনি
এ ধরায়,তোমার রুপের আভায় যে এ ভূলোক ঝলসে উঠছে?
মৃত বাগিচা সতেজ হয়ে উঠছে
অলিরা গুনগুন গাইছে
চারেদিকে মিষ্টি - মধুর তান?
-
হে নীলকন্ঠি পাখি তোমায় দেখে তো আমার চোখের পলক পড়ে না
তোমার চোখে আহা কি মায়া
দেখে যে আমার লোপ পাচ্ছে হায়া?
-
নিগূঢ় পরীর রাজ্য ভেদ করে কেমনে এলে এ ভূলোকে
তোমার মনে কি কোন শঙ্কা নেই ডঙ্কা নেই!
যদি ধরা পড়তে তবে তোমার কি হতো
পরীর রাণী, অসুর রাজ্যে তোমায় নির্বাসন দিতো
তুমি কি পারতে সেখানে থাকতে?
-
হে নীলকন্ঠি পাখি মিষ্টি সুরে কথা বলো না
পাখনা ঝাপটিও না,
তোমার শরীর থেকে সুগন্ধি বেড়িয়ে পড়ছে
পুরো ভূলোক কে পাগল করো না হে নীলকন্ঠি পাখি?
-
তোমায় দেখে মনে আমার প্রেমের মৃদঙ্গ
বাজতেছে!
অনুনয় করি তোমার চরণে লুটিয়ে পড়ি
হেস্ না হে নীলকন্ঠি পাখি পুরো ভূলোক কে
কম্পিত করো না!
-
তোমার হাসি দেখে আমি উন্মাদ হয়েছি প্রায়
আর হেস্ না,
ভালবাসার খান্ডবদাহনে
পুড়িয়েও না মোরে!
-
তুমি কেন এসেছ এই ভূলোকে
তোমার পতি খুজতে?
না এই সবুজ - শ্যামল ভূলোক দেখতে!
তোমার পরীর রাজ্যে তো হীরা- মানিকে ভরপুর তবে
কিসে এসেছো এ ভূলোকে!
-
একি হাসছো্ যে জবাব দাও চুপটি করে থেক না
ভালবাসা খুজতে, নাকি আমাকে খুজতে
আমি ছাড়া তোমায় তো কেউ দেখছে না
হে নীলকন্ঠি পাখি!
তবে কি আমার জন্য এসেছ এ ভূলোকে?
-
এই এভাবে হেস্ না নচেৎ ভবলীলার সাঙ্গ হবো
হারিয়ে যাবে এই ভূলোক থেকে!
হে নীলকন্ঠি পাখি তোমার আকিঞ্চন প্রেমিক হয়ে থাকতে চাই না
তোমার সমতুল্য আমি নই?
-
ভুল করলাম তোমার ভালোবাসার দ্বারে কড়া নেড়ে
তুমি ভাল থেক নীলকন্ঠি পাখি!
পারলে চলে যেও তোমার পরীর রাজ্যে
নচেৎ এই ভূলোকে খুজে নিয়ো তোমার পতি?
-
আমি চলে গেলাম তোমার থেকে অনেক দূরে
ভুল করেছি তোমায় ভালবেসে,
আমার কোন যোগ্যতা নেই
আমি যে আকিঞ্চন, উন্মাদ একটা ছেলে
তাই চলে গেলাম তুমি ভাল থেক নীলকন্ঠি?
-
উৎসর্গঃ মিম মোহাম্মাদ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৭-০৮-২০১৭ ২২:১৮ মিঃ
তোমার হাসি দেখে আমি উন্মাদ হয়েছি প্রায়
আর হেস্ না,
ভালবাসার খান্ডবদাহনে
পুড়িয়েও না মোরে!
-

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।