অবনী কনিষ্ঠবর
- প্রবীর রায়
সোনায় ভরা অবনী এ ঘর,
রুপেতে যেন সবে মর্মর,
দেখেছি আলো,চাঁদের কিরণ,
জোৎস্নার বালুচর।
প্রেমে পূর্ণ জগৎ সংসার,
রুপালি গগনে মেঘ সঞ্চার,
নিশিত রাত্রে আসমানি তারা,
লজ্জিত জলচর।
বৃষ্টি ঝরে ঝর-ঝর ঝরি,
তটে লেগেছে বধূরো তরী,
পথের সাথী রবিরো কিরণ,
উজ্জ্বল নদীচর।
উত্তাল ঢেও,কুলু-কুলু ধ্বনি,
সেজেছে বর কনিষ্ঠ অবনী,
রুপ হলো ধরার দেহের গহনা,
শুভক্ষণ গোচর।
অবনী পাত্র,প্রকৃতি কন্যা,মধুর শুভ দিন,
পূর্ণীমার চাঁদ সাজিয়েছে মণ্ডপ সেথা
ফুলে-ফলে,সুবাসে ভরা পরিবেশ,
বাঁধিবে নব ঘর।
আসমানের বিজলি আতস বাজি,
পাখির তান সানাই এর সুর,
সৃষ্টির বিবাহে মাতে ত্রিজগৎ,
আশীষ দেন ঈশ্বর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৯-০৮-২০১৭ ১৮:২৫ মিঃ
প্রকৃতি মা আমি তোমারে বড়ো ভালবাসি,তোমার এ রুপ,রস,গন্ধ সবি যেন আমাকে তোমার প্রতি আকর্ষন করে

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।