সভ্যতার শেষ
- সৌম্যকান্তি চক্রবর্তী ২৬-০৪-২০২৪

আমি ফেটে যাচ্ছি , চুরমার হয়ে যাচ্ছি
তোমরা তবু আয়েশিপনায় কেটে ফেলছ
সভ্যতার শেষ মগডাল , কালিদাসের মত
আজব মূর্খতায় জীবনের শেষ আশা
বিনষ্ট করছ , বাতানুকূল যন্ত্র চালিয়ে
ছড়াচ্ছ বিষাক্ত বায়ব , সভ্যতার শেষ
হবে আজ আমাকে শেষ করে , তাই
নির্বিচারে তোমাদের এই ধ্বংসলীলা
প্রত্যক্ষ করছি আর হাসছি ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।