ঘরছাড়া
- নাহিদ সরদার
অাজকে আমার এই কবিতায় লিখে দিলাম
ঘরছাড়া এক মেয়ের কথা,
কথাগুলো লেখা ছিল পল্লি গাঁয়ের সবুজ পাতায়।
সেই মেয়েটির অাশা ছিল,কথা ছিল,ভরাপুর এক অাবেগ ছিল নদীর সাথে।
ইচ্ছে ছিল রূপসার ওই রূপের জলে চুল ভেজাবে আত্ম ভুলে।
বলবে কথা মেঘ দুপুরে শালিক সুরে
সেই সে সুর মিশে যাবে বলক শিসে।
ইচ্ছে ছিল ভাটির ফুলের মালা গেঁথে পরবে খোপায়,
রিমঝিমঝিম বৃষ্টি হলে হারিয়ে যাবে কদম তলায়।
ইচ্ছে ছিল ভরিয়ে দেবে মায়ের অাঁচল ছোট ছোট বায়না কথায়,
হয়তোবা বলবে কেঁদে
দাওনা মা, একটু রেধে
কলের ধারের বুনো ওই কচুর মুখি,
সেই সাথেতে কাঁচা তেতুলের টক থাকে য্যান।
ইচ্ছে ছিল দুপুর রোদে স্নান সারার একটু আগে
সেই মেয়েটার মুঠো জুড়ে থাকবে কেবল ঝাল হলুদের তেতুল মাখা।
ইচ্ছে ছিল বিল বকরের শাপলা ফুলে সাজবে সে পল্লি বালা,
হয়তোবা কোনো এক বিকেল বেলায় দিন কাটবে ঝুমুর খেলায়।
সেই মেয়েটার মাতৃভূমির আঁচল ধরে
কাটছে দিন অনেক দূরে
সেই মেয়েটা মনের কাছে ছন্নছাড়া,
তাইতো কেবল মনের খাতায় কবিতা লেখে ঘরছাড়া।
০৭/০৬/২০১৭
দুপুর, ২:০০ বুধবার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।