একাকীত্বের সাথী
- অরুণ কারফা

কতদিন ধরে ভেবেছিলেম আমি
তোমায় করব জীবন সাথী
সারাটাদিন ও রাতি।

কতদিন ধরে ভেবেছিলেম আমি
সময় কাটাব তোমার সাথে
সকাল সন্ধ্যে ও প্রাতে।

কখনো কিন্তু ভাবিনি আমি
তোমায় পাবনা আমার পাশে
নিঃস্বাসে ও প্রশ্বাসে।

তাই হলে না যখন তুমি আমার
হার মানলাম তার কাছে আর
চেষ্টা করলাম একাই বাঁচার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।