সমকালীন ছড়া - বানভাসি
- ফয়েজ উল্লাহ রবি
মরছে মানুষ বানের জলে
মরছে আপন জন,
ক্ষেতের ফসল, গাবাদী পশু
হারিয়ে শূন্য এখন।
পাহাড় বেয়ে ধেয়ে আসা বন্যা
শ্রাবণে বৃষ্টির জল,
লক্ষ মানুষ ভাসছে বানে
থামলো ভাগ্য কল।
যমুনার প্রেমে মজেছি কতো
নির্মম যমুনা আজ!
বিপদ সীমায় জলের রেখা
পড়লো মাথায় বাজ।
স্মরণকালের সেরা বন্যা
হার মেনেছে অষ্টআশি,
দু’শত বছর রের্কড ভেঙ্গে
ভাসছে যে বানভাসি।
মরলে মানুষ বিবেক নড়ে
দরদ উতরে জাগে,
সেবার নামে রাজনীতি নয়
সাহায্য করবো আগে।
১ ভাদ্র ১৪২৪, ১৬ আগস্ট ২০১৭
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।