ফরিয়াদ-২
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

হে আল্লাহপাক‌,দান করো মোরে,সুন্দরতম ব্যবহার,
দুর্ব্যবহার থেকে পানাহ চাই,করিতে দাও পরিহার।
তুমি যেমন করিছ মোর চেহারা কতইনা সুন্দর,
তেমনি আমার আখলাক করে দাও অতি উন্নতর।
ক্ষমা করার হৃদয় দাও, এড়াতে দাও অন্যর দোষ,
স্বার্থপরতা দূর করো, লোভের বশে না হারাই হুঁশ।
সদ্ব্যবহারের মাঝেই দাও, তোমার ইবাদাত জ্ঞান,
উত্তম আখলাকে দাও,দুনিয়া-আখেরাতের কল্যাণ।
সহনশীলতা-নম্রতা দাও,দাও প্রভু তোমার ভয়,
উত্তম আখলাকেই ঘটে যেন মোর শেষ পরিচয়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।