দ্বীনে আহ্বান
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

দায় আছে তাই তোমাদের দিচ্ছি দ্বীনের দাওয়াত,
সংশোধনের পথে এসে, এবার মিলাও দুটি হাত।
এই দুনিয়ায় থাকবো ক’দিন মরণতো একদিন হবে,
রঙ্গিন দুনিয়ার স্বপ্ন নেশা পথে পথে পরে রবে।
ভাবছ কি ভাই বোকা মোরা,বুঝিনা আরাম-আয়েশ,
রঙ্গিন দুনিয়ার নেশা ছেড়ে, অনিষ্ট করছি খায়েশ।
পরকাল বলে নাই কিছু নাই, নাই কোন পুরস্কার,
আমি বলি ভাই যদি থেকে থাকে তখন কি হবে আমার।
দুনিয়ার যত ভোগ-বিলাসে, তোমায় কে করিছে বারণ,
শুধু হারাম-হালাল জেনে তুমি, করো সঠিক আচরণ।
লক্ষ নবী-রসূল গণের ওয়াদা, মিথ্যা কেমনে হয়,
তাদের চেয়ে আদর্শবান,জগতে আমরা তো কেহ নয়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।