অন্ধ ভক্ত
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ২৬-০৪-২০২৪

তোমরা যারা ভক্ত আমার,ভাবছ অনেক খাঁটি,
নয়তো আমি সাধু-দরবেশ,সত্যর মাপকাঠি।
আমার মাঝে বয়ে যায় সদা সহস্র পাপের নদী,
আমি জানি আমার পাপ সাগরে পুণ্যের সমাধি।
কত পুণ্য,করেছি শূন্য,খেয়ালি তামাশার বশে,
আমি যে মহা পাপে লিপ্ত,কুরআন হাদিস চষে।
কত আমানত করি খেয়ানত করছি মিথ্যাচার,
পদে পদে করছি পাপ,গড়ছি পাপেরই পাহাড়।
মা জানে তাঁর ছেলেটি কেমন,স্ত্রী জানে স্বামী,
তাঁর চেয়ে শত বেশি জানে আমার অন্তর্যামী।
ভক্ত যারা অন্ধ প্রেমে,ভীত মন-মায়া অনুরাগি,
দৃষ্টিতে সত্য সৃষ্টি করো, আলোয় ওঠো জাগি।
আমি নাপাক,আমি পাপী,শয়তান হতে দূরে নয়,
নফস আমার হয়েছে ছারখার ইবলিশ করিছে জয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।